মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 14, 2025 10:07 AM

printer

ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকশ’ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার দাবীতে দায়ের হওয়া মামলায়, রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট।

ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকশ’ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার দাবীতে দায়ের হওয়া মামলায়, রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ, ১৫ দিনের মধ্যে রাজ্যের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ২’হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এর মধ্যে অনেক জায়গাতেই কাঁটাতারের বেড়া নেই। ফলে রাজ্যের পাশপাশি দেশে অনুপ্রবেশ ও চোরাচালন বাড়ছে। ক্ষতি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের।  কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেলারেল অশোক চক্রবর্তী আদালতে জানিয়েছেন, সীমান্তে বেড়া দেবার ব্যাপারে রাজ্য, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা না করায়, সেই কাজ আটকে আছে। এর প্রেক্ষিতেই হাইকোর্টের এই নির্দেশ।