August 16, 2025 5:12 PM

printer

ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বসিরহাটের সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে শুরু হয়েছে কাটা তারের বেড়া দেওয়ার কাজ

ভারত বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর ২৪ পরগণার বসিরহাটের ঘোজাডাঙ্গার দক্ষিণপাড়া এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে শুরু হয়েছে কাটা তারের বেড়া দেওয়ার কাজ। এই বেড়ার উচ্চতা  হবে কুড়ি ফুট।এর পাশাপাশি তৈরি হচ্ছে কংক্রিটের  রাস্তা। এর ফলে বি এসএফ সহজে নজরদারি চালাতে পারবে।বাসিন্দাদের অভিযোগ আগে এই এলাকায় ভালোভাবে কাটা তারের বেড়া না থাকায়  রাতের অন্ধকারে বিএসএফের নজর এড়িয়ে বাংলাদেশী দুষ্কৃতীরা ভারতের সীমানায় প্রবেশ করত। সীমান্তবর্তী এলাকার মানুষদের গরু ছাগল সহ মূল্যবান  জিনিসপত্র চুরি করে নিয়ে যেত।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।