মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 5, 2024 1:32 PM

printer

ভারত প্রতিরক্ষা উৎপাদনে সর্বোচ্চ বিকাশ প্রত্যক্ষ করেছে।

ভারত প্রতিরক্ষা উৎপাদনে সর্বোচ্চ বিকাশ প্রত্যক্ষ করেছে। ২০২৩-২৪ এ প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ কমপক্ষে ১ লক্ষ ২৬ হাজার ৮শো৮৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ১৬ দশমিক ৮ শতাংশ বেশী। সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মেক ইন ইন্ডিয়া কর্মসূচী সময়ের সঙ্গে সঙ্গে সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করছে।

মন্ত্রক জানিয়েছে, গত অর্থ বছরে মোট উৎপাদনের প্রায় ৮০ শতাংশ এসেছে  প্রতিরক্ষা ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত্ব এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা থেকে। বেসরকারী ক্ষেত্রের অবদান রয়েছে প্রায় ২১ শতাংশ। এই সর্বকালীন রেকর্ড উৎপাদনএর মাত্রা স্পর্শ করায় শ্রী সিং, শিল্প সংস্থাগুলিকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা ক্ষেত্রের এই সাফল্যে সন্তোষ ব্যক্ত করেছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, দেশকে বিশ্বের কাছে প্রতিরক্ষা ক্ষেত্রের ম্যানুফ্যাকচারিং হাব বানিয়ে তুলতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এই সাফল্য দেশের নিরাপত্তা আরও বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভর ভারত গড়ে তুলবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।