ভারত পুরুষদের এশিয়া কাপ হকি ২০২৫ এর চ্যাম্পিয়ন হয়েছে। বিহারের রাজগীরে ফাইনালে ভারত ৪-১ গোলে গতবারের বিজয়ী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিয়েছে। এই নিয়ে চতুর্থবার পুরুষদের এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হলো ভারত। গতকালের ম্যাচে ২৯ সেকেন্ডেই সুখজিত সিং ভারতকে এগিয়ে দেন। ২৮ মিনিটে ব্যবধান ২-০ করেন দিলপ্রীত সিং। ৪৫ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন দিলপ্রীত। ম্যাচের ৫০ মিনিটের ঠিক পর ভারতের হয়ে চতুর্থ গোল করেন রাজকুমার পাল। এর কিছুক্ষণের মধ্যে কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন সন দাইন। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো হরমনপ্রীত সিং এর নেতৃত্বাধীন ভারতীয় দল। এর ফলে ভারত বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় হকি দলের এই জয়ে তাঁদের অভিনন্দন জানিয়েছেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করও অভিনন্দন জানান।