মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 11, 2024 10:15 PM

printer

ভারত পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে উঠেছে।

ভারত পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে উঠেছে। চীনের হুলুনবুইরে আজ রাউন্ড রবিন পর্বে মালয়েশিয়াকে ৮-১-এ হারিয়ে দেয় তারা। রাজকুমার পাল তিনটি, আরাইজিত সিং হুন্ডাল ২টি,  যুগরাজ সিং, হরমনপ্রীত সিং এবং উত্তম সিং একটি করে গোল করেছেন।

     মালয়েশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন আখিমুল্লাহ আনোয়ার।   ভারত বর্তমানে নয় পয়েন্ট নিয়ে  তালিকার শীর্ষে রয়েছে। সেমিফাইনাল আগামী ১৬ই সেপ্টেম্বর।