ভারত-পাক উত্তেজনার মধ্যেই পাকিস্তানে আবারও হামলা চালাল বালোচ লিবারেশন আর্মি। পাকিস্তান সেনা ও পুলিশকে টার্গেট করে বালুচিস্তানের ৩৯টি জায়গায় হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে তারা জানিয়েছে। এর মধ্যে পুলিশ স্টেশন দখল, প্রধান রাস্তাগুলিতে অবরোধ, চরদের গ্রেফতার, দখলদার পাকিস্তানি বাহিনীর উপর হামলা এবং খনিজ সম্পদ লুণ্ঠনের সঙ্গে জড়িত কনভয়গুলির উপর হামলার খবর রয়েছে। বালোচ লিবারেশন আর্মি-র মুখপাত্র জিয়ান্দ বালুচ আরও জানিয়েছেন যে তাঁদের অপারেশন এখনও চলছে।
Site Admin | May 11, 2025 9:23 AM
ভারত-পাক উত্তেজনার মধ্যেই পাকিস্তানে আবারও হামলা চালাল বালোচ লিবারেশন আর্মি।
