মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 19, 2025 2:07 PM

printer

ভারত, পাকিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বলে উল্লেখ করে বলেছে, জঙ্গীকার্যকলাপের বিরুদ্ধে ইসলামাবাদ অগ্রণী ভূমিকা নিচ্ছে বলে যে দাবী করছে তা অর্থহীন।

ভারত, পাকিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বলে উল্লেখ করে বলেছে, জঙ্গীকার্যকলাপের বিরুদ্ধে ইসলামাবাদ অগ্রণী ভূমিকা নিচ্ছে বলে যে দাবী করছে তা অত্যন্ত হাস্যকর। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বতানেনি হরিশ জানিয়েছেন, রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত ২০টি সন্ত্রাসবাদী সংগঠন পাকিস্তানে নিজেদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী কার্যকলাপে রাষ্ট্রীয় সমর্থন পাচ্ছে। জৈশ ই মহম্মদ এবং হারকাত উল মুজাহিদ্দিনের মতো আরো বেশ কয়েকটি জঙ্গী সংগঠনের ষড়যন্ত্রে ভারত বারংবার বিদ্ধ হয়েছে। কাশ্মীর নিয়ে সেদেশের উপ প্রধানমন্ত্রী ইসাক দারের মন্তব্যের জবাবে শ্রী হরিশ বলেন, পাকিস্তানই জম্মু কাশ্মীরের কিছু অংশে অবৈধ দখল নিয়ে রেখেছে। গত বছর লোকসভা নির্বাচনে বিপুল ভাবে অংশগ্রহণের মাধ্যমে জম্মু কাশ্মীরের বাসিন্দারা তাঁদের সরকার নির্বাচন করেছে। জম্মু কাশ্মীরের গণতন্ত্রকে বৈচিত্র্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।