মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

June 27, 2025 11:03 AM

printer

ভারত দ্বিতীয় এশিয়ান ডাবলস স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে তিনটে সোনা জিতেছে

ভারত দ্বিতীয় এশিয়ান ডাবলস স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে তিনটে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে।
 আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারতের পুরুষ জুটি অভয় সিং এবং ভেলভান সেন্থিলকুমার তিন সেটের ম্যাচে ৯-১১, ১১-৫, ১১-৫ এ পাকিস্তানের নুর জামান ও নাসির ইকবালকে পরাজিত করে সোনা জিতেছে।
মহিলাদের ডাবলসে অনাহত সিং এবং জোসনা চিন্নাপ্পা জুটি মালয়েশিয়ার আমানি এবং জিন য়িং-কে তিন সেটের ম্যাচে ৮-১১, ১১-৯, ১১-১০ এ হারিয়েছেন।
মিক্সড ডাবলসে ভারতের অভয় সিং এবং অনাহত সিং জুটি মালয়েশিয়ার রাচেল আর্নল্ড এবং আমেশেনরাজ জুটিকে দুই সেটে ১১-৯, ১১-৭ এ পরাজিত করেছেন।
ভারত এই টুর্নামেন্টে তিনটি ট্রফি জিতে ইতিহাস সৃষ্টি করেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।