ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ ২-১ এ জিতে নিয়েছে। আজ বিশাখাপত্তনমের এ সি এ ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। ভারত টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দক্ষিণ আফ্রিকা ৪৭ ওভার ৫ বলে ২৭০ রানে অলআউট হয়ে যায়। কুইন্টন ডি কক ১০৬, অধিনায়ক টেমবা বাভুমা ৪৮ রান করেন। ভারতের হয়ে কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণা চারটি করে উইকেট নিয়েছেন। রান তাড়া করতে নেমে ভারত ১ উইকেটে হারিয়ে ৩৯ ওভার ৫ বলে লক্ষ্যে পৌঁছে যায়। যশস্বী জয়সওয়াল ১১৬ রানে ও বিরাট কোহলি ৬৫ রানে অপরাজিত থাকেন। রোহিত শর্মা করেন ৭৫ রান। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ একমাত্র উইকেটটি নিয়েছেন।
Site Admin | December 6, 2025 9:09 PM
ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ ২-১ এ জিতে নিয়েছে।