মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 7, 2025 1:53 PM

printer

ভারত তার মহাকাশ ক্ষেত্রকে স্টার্টআপ, নতুন উদ্যোক্তা এবং তরুণদের জন্য উন্মুক্ত করে দিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন

ভারত তার মহাকাশ ক্ষেত্রকে স্টার্টআপ, নতুন উদ্যোক্তা এবং তরুণদের জন্য উন্মুক্ত করে দিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। মহাকাশ অনুসন্ধান সংক্রান্ত গ্লোবাল কনফারেন্সে ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আজ ভারতে ২৫০টিরও বেশি মহাকাশ স্টার্ট আপ সংস্থা রয়েছে এবং এই স্টার্টআপগুলি উপগ্রহ প্রযুক্তি, প্রপালশন ব্যবস্থা, ইমেজিং এবং অন্যান্য ক্ষেত্রে অবদান রাখছে।

বৈজ্ঞানিক অনুসন্ধানের গণ্ডি পেরিয়ে ভারত নতুন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। দেশের প্রথম মানুষ বহনকারী মহাকাশ যান ‘গগনযান’ দেশের নতুন আশা-আকাঙ্খাকে তুলে ধরেছে।

প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ইসরো-নাসার যৌথ মিশনের অংশ হিসেবে একজন ভারতীয় মহাকাশ যাত্রা করবেন। ২০৩৫ সালের মধ্যে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন  মহাকাশ গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।