ভারত গতকাল আবুধাবিতে বিশ্ব সংরক্ষণ কংগ্রেসে পরবর্তী পাঁচ বছরের জন্য বিশেষ নজরদারির জায়গা বা রেড লিস্ট রোড ম্যাপ প্রকাশ করেছে। জীব বৈচিত্র সংরক্ষণ উদ্যোগকে আরও শক্তিশালী করার কাজে এই তালিকা সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকাল এশিয়া প্যাভিলিয়নে এর উদ্বোধন করেন।
উল্লেখ্য, ভারত বিশ্বের ১৭-টি বিপুল বৈচিত্র্য সম্পন্ন বা মেগা ডাইভার্স, দেশের মধ্যে একটি যেখানে চারটি জীব বৈচিত্র্য হটসস্পট এবং কয়েক হাজার বিপণ্ন প্রজাতির আবাস।