ভারত কলম্বিয়ায় ৩৮তম বোগোটা আন্তর্জাতিক বইমেলা ২০২৬-এ ‘সম্মানিত অতিথি‘ দেশ হিসেবে অংশগ্রহণ করবে। কলম্বিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ভানলালহুমা এই সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এর ফলে দুটি দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে। ১৯৮৮ সাল থেকে, কলম্বিয়ান বুক চেম্বার এবং কর্ফেরিয়াস বোগোটা আন্তর্জাতিক বইমেলা আয়োজন করে আসছে।
Site Admin | August 8, 2025 10:53 AM
ভারত কলম্বিয়ায় ৩৮তম বোগোটা আন্তর্জাতিক বইমেলা ২০২৬-এ ‘সম্মানিত অতিথি’ দেশ হিসেবে অংশগ্রহণ করবে।
