ভারত ও সিঙ্গাপুরের মধ্যে আজ পরিবেশবান্ধব অর্থনীতি এবং ডিজিটাল শিপিং করিডর, মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, অসামরিক উড়ান চলাচল ক্ষেত্রে প্রশিক্ষন এবং গবেষনা ও উদ্ভাবন এবং ডিজিটাল সম্পদে সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ৫ টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। এক প্রেস বার্তায় শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদের বিষয়ে দুই দেশই সমমনোভাব পোষন করে। সব মানবিক রাষ্ট্রের কর্তব্য হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা।
দুই নেতার মধ্যে বৈঠকের পর বিদেশমন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব পি কুমারান বলেন, দুই নেতা উভয় দেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারীত্ব বাড়িয়ে তুলতে একটি রূপরেখা গ্রহণ করেছেন।