প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রপতি ভবনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার বিন ইব্রাহিমকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, মালয়েশিয়া, ভারতের পুবে তাকাও নীতির অন্যতম মূল স্তম্ভ এবং অংশীদার। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্করও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ডঃ জয়শঙ্কর জানিয়েছেন, দুদেশের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে তাঁদের কথা হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত হবেন। কথাবার্তার পর দু’দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
Site Admin | August 20, 2024 4:13 PM
ভারত ও মালয়েশিয়ার মধ্যে সন্ত্রাসবাদ মোকাবিলা সহ একাধিক মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
