ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্য চুক্তির সফর রূপায়নে দুই দেশ আগ্রহী বলে বিদেশ মন্ত্রক আজ জোর দিয়ে জানিয়েছে। নতুন দিল্লীতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, গত বছর ১৩ই ফেব্রুয়ারী থেকেই ভারত ও আমেরিকা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে।
মার্কিন বাণিজ্য সচিবের সাম্প্রতিক অন্তব্যের প্রেক্ষিতে শ্রী জয়সওয়াল বলেন, যেভাবে এই বক্তব্যকে প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্প গত বছর থেকে ৮ বার টেলিফোনে দ্বিপাক্ষিক অংশীদারীত্বের নানা বিষয়ে কথা বলেছেন।
বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও সংস্থা থেকে আমেরিকার সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, ভারত বহুপাক্ষিকতায় বিশ্বাসী। আন্তর্জাতিক নানা ক্ষেত্রে সব দেশেরই সহযোগিতামূলক ভূমিকা থাকা উচিত বলে দেশ মনে করে। আন্তর্জাতিক সৌর জোটে যোগদানের পর থেকেই সৌর শক্তির ব্যবহার বৃদ্ধিতে ১২৫ টি দেশের মধ্যে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিত করেছে।
রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির ওপর উচ্চ হারে শুল্ক আরোপের বিষয়ে মার্কিন কংগ্রেস যে বিল প্রস্তাব করেছে, সে ব্যাপারে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লী বিষয়টিতে নিবিড়ভাবে নজর রাখছে। তিনি বলেন, জ্বালানি সংগ্রহের বৃহত্তর প্রশ্নে ভারতের অবস্থান সকলেরই জানা। এই প্রচেষ্টায়, ভারত আন্তর্জাতিক বাজারের পরিবর্তনশীল গতিপ্রকৃতি মেনে চলছে। ১শো৪০ কোটি মানুষের চাহিদা পূরণে বিভিন্ন উৎস থেকে সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এ ধরনের সাম্প্রদায়িক হিংসার কড়া হাতে মোকাবিলার প্রয়োজন।