ভারত ও ভুটানের সম্পর্ক আবেগ,শান্তি এবং প্রগতির উপর দাঁড়িয়ে আছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন। ভূটানে নিয়োজিত ভারতের রাষ্ট্রদূত,সন্দীপ আর্য আজ থিম্পুতে সংবাদ মাধ্যমকে জানান,ভূটানের রাজা জিগমি খেসর নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে প্রধানমন্ত্রী উল্লেখ করেন দু’দেশের মধ্যে সম্পর্ক অংশীদারিত্ব, বিশ্বাস এবং উন্নয়নের উপর নির্ভরশীল। বৈঠকে উভয় নেতা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বৌদ্ধ ধর্ম ও আধ্যাত্মিক বিষয়ে সম্পর্ক দৃঢ় করার বিষয়ে সহমত প্রকাশ করেন। ভূটানের রাজা,ভারতে বৌদ্ধ ধর্মের স্মারকের অস্তিত্ব থাকায় সন্তোষ প্রকাশ করেন।
আজ শ্রী মোদি ভারত-ভুটান সম্পর্ককে আরও জোরালো করার লক্ষ্যে একাধিক নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেন।পরে তিনি ও ভুটান রাজ যৌথভাবে পুনাতসাংচু-টু জলবিদ্যুৎ প্রকল্পর উদ্বোধন করেন।
উল্লেখ্য দু দিনের ভুটান সফরে প্রধানমন্ত্রী আজ সকালে সে দেশে পৌঁছেছেন।