ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মধুর রাখতে সেদেশের অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে ভারতে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন। কলকাতায় বণিক সভা মার্চেন্ট চেম্বার কমার্স আয়োজিত এক আলোচনা চক্রে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে খাঁটি আত্মিক সম্পর্ক রয়েছে। স্পর্শকাতর কিছু দ্বিপাক্ষিক বিষয় থাকলেও দুদেশ আগামীতে যৌথ ভবিষ্যতের ধারণার দিকে অগ্রসর হতে পারবে বলে বাংলাদেশী হাইকমিশনার আশা প্রকাশ করেছেন।
তিনি জানান, চিকিৎসা, শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্র মিলিয়ে বর্তমানে দুই দেশের বাস্তব অর্থনৈতিক আদানপ্রদান ২৫ থেকে ২৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তাঁর মতে, দুই দেশের বন্দর এবং লজিস্টিক পরিকাঠামোবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে বাণিজ্যিক আদান–প্রদানও তত বৃদ্ধি পাবে।
রিয়াজ হামিদুল্লাহ আরও জানান, ইউরোপে কাঁচা পাট প্রক্রিয়াকরণ করে বিমান সংস্থা এয়ারবাস এবং বিভিন্ন অটোমোবাইল শিল্পে তা ব্যবহার করা হচ্ছে। অথচ ভারত ও বাংলাদেশে স্থানীয়ভাবে এই প্রক্রিয়াকরণ হলে উভয় দেশের অর্থনীতি আরও লাভবান হতে পারে। একই সঙ্গে দুই দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পকে শুধুই বাণিজ্যিক পণ্য হিসেবে না দেখে ঐতিহ্যের অমূল্য সম্পদ হিসেবে মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সরকার ভারতীয় নাগরিকদের পূর্বপুরুষের ভিটেয় সফরের জন্য বিশেষ সুবিধা দেবে বলেও এদিন ঘোষণা করেন হাইকমিশনার। পাশাপাশি শিগগিরই দিল্লিতে ইন্দো বাংলাদেশ যৌথভাবে ‘বাংলা চলচ্চিত্র উৎসব’ আয়োজনের পরিকল্পনার কথাও ঘোষণা করেন।