ভারত ও ফ্রান্স, সবধরণের সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। প্যারিসে ভারত-ফ্রান্স সন্ত্রাসবাদ বিরোধী যুগ্ম কার্যনির্বাহী গোষ্ঠীর সপ্তদশ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিদেশ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। মন্ত্রকের সন্ত্রাসবাদ বিরোধী শাখার যুগ্ম সচিব কে ডি দেওয়াল ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে পহেলগাঁও জঙ্গী হানায় ২৬ জনের মৃত্যুর তীব্র নিন্দা করা হয়েছে। বৈঠকে দুই পক্ষ, নিজেদের দেশের জন্য সম্ভাব্য বিপদের আশঙ্কা নিয়ে মতবিনিময় করেছেন। দক্ষিণ এশিয়া এবং মধ্য প্রাচ্যের জঙ্গী কার্যকলাপ ও রাষ্ট্রের মদতপুষ্ট আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়েও আলাপ আলোচনা হয়েছে।
Site Admin | September 12, 2025 1:18 PM
ভারত ও ফ্রান্স, সবধরণের সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে।
