ভারত ও ফ্রান্স আন্তর্জাতিক স্তরে নিরাপত্তার জন্য শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ফরাসি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোন আজ নতুন দিল্লিতে ৩৮তম ভারত-ফ্রান্স কৌশলগত আলোচনায় যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে দু দেশ কৌশলগত অংশীদারিত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়। এছাড়াও নিরাপত্তা, প্রতিরক্ষা, প্রযুক্তি, মহাকাশ এবং অসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’
গঠনের লক্ষ্যে যৌথভাবে সহযোগিতার বিষয়টিও খতিয়ে দেখা হয় । এরপর উভয় পক্ষ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আসন্ন ভারত সফরের প্রস্তুতি পর্যালোচনা করেন। পরে ইমানুয়েল বোন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন।