মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 10, 2025 7:45 AM

printer

ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা এবং নিয়ন্ত্রণরেখা বরাবর ২৬টি জায়গায় পাকিস্তানের ড্রোণকে চিহ্নিত করা হয়েছে

ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা এবং নিয়ন্ত্রণরেখা বরাবর ২৬টি জায়গায় পাকিস্তানের ড্রোণকে চিহ্নিত করা হয়েছে। উত্তরের বারামূলা থেকে দক্ষিণে ভূজ পর্যন্ত সন্নিহিত অঞ্চলে এগুলি দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এই ড্রোণগুলি অসামরিক ও সামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করতে পারতো। মূলত বারামূলা, শ্রীনগর, অবন্তিপোরা, নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফজিলকা, লালগড় জাট্টা, জয়সলমেঢ়, বাড়মেঢ়, ভুজ, কুয়ারবেত এবং লক্ষ্মীনালায় –এই ড্রোণগুলি দেখা গেছে।

সতর্ক ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা কাউন্টার ড্রোণ সিস্টেম ব্যবহার করে আকাশ পথে আসা এই হামলাগুলি চিহ্নিত করে প্রতিহত করেছে। পরিস্হিতির ওপর নীবিড় পর্যবেক্ষণ রাখা হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। অহেতুক ঘোরাঘুরি না করা এবং স্হানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশাবলী মেনে চলতে বলা হয়েছে। তবে, সর্বোচ্চ সতর্কতা বজায় থাকায় অহেতুক আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, ফিরোজপুর, অমৃতস্বর এবং পাঠানকোটের মতো পাঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলিতে পাকিস্তান সশস্ত্র ড্রোণ হামলার চেষ্টা চালালেও ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সফলভাবে তা প্রতিহত করে। তবে, ফিরোজপুরে একটি বাড়িতে হামলায় এক পরিবারের তিন সদস্য অগ্নিদগ্ধ হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ওই তিনজন অবশ্য বিপদ মুক্ত। ফিরোজপুরের পুলিশ সুপার ভপিন্দর সিং সিধু জানিয়েছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। অন্যথায় বেশিরভাগ হামলাই সেনাবাহিনী সফলভাবে প্রতিহত করেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।