December 20, 2025 11:50 AM

printer

ভারত ও নেদারল্যান্ড যৌথ বাণিজ্য ও বিনিয়োগ কমিটি জেটিআইসি গঠনের জন্য এক সমঝোতা স্মারক পত্র মৌ স্বাক্ষর করেছে

ভারত ও নেদারল্যান্ড যৌথ বাণিজ্য ও বিনিয়োগ কমিটি জেটিআইসি গঠনের জন্য এক সমঝোতা স্মারক পত্র মৌ স্বাক্ষর করেছে। ভারত সফররত নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী ডেভিড ভ্যান উইলের উপস্থিতিতে গতকাল শিল্প ও বাণিজ্য মন্ত্রক এবং নেদারল্যান্ডসের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরা এই মৌ স্বাক্ষর করেন।

পরে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে নিয়মিত আলোচনা ও সহযোগিতার রূপরেখা নির্ধারণে এই জেটিআইসি কাজ করবে। দ্বিপাক্ষিক বাণিজ্য পর্যালোচনা, দুদেশের বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা এবং শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বাধা দূর করার লক্ষ্যেও জেটিআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।