মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 22, 2025 9:03 AM

printer

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট আজ গুয়াহাটিতে  শুরু হবে

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট আজ গুয়াহাটিতে  শুরু হবে। বর্ষাপারা স্টেডিয়ামে  খেলা শুরু ভারতীয় সময় সকাল ৯ টায়।  

কলকাতায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারত ৩০ রানে পরাজিত হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ০-১ এ পিছিয়ে আছে। ইডেন টেস্টে ঘাড়ে চোট পাওয়া ভারত অধিনায়ক শুভমন গিল এখনো সুস্থ হননি , ফলে এই টেস্টে প্রথম একাদশে শুভমন নেই। ঋষভ পন্থ দলের নেতৃত্ব দেবেন।

অন্যদিকে, পাঁজরের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার পেস বোলার কাগিসো রাবাদা এই টেস্টেও খেলবেন না।

পিচে ঘাস থাকায় প্রথম দিন আজ  পেস বোলাররা সুবিধা পাবেন, পিচ সহজে ভাঙবে না, ব্যাটাররাও রান পাবেন বলে মনে করা হচ্ছে।  

উল্লেখ্য,  বর্ষাপারা স্টেডিয়ামে এই প্রথম টেস্ট ম্যাচ হতে চলেছে।