মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 4, 2025 7:40 AM

printer

ভারত ও থাইল্যান্ড তথ্যপ্রযুক্তি, নৌ, মাঝারি- ক্ষুদ্র -অতি ক্ষুদ্র শিল্প , হস্তশিল্প এবং হ্যান্ডলুম সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ছটি চুক্তি স্বাক্ষর করেছে।

ভারত ও থাইল্যান্ড তথ্যপ্রযুক্তি, নৌ, মাঝারি- ক্ষুদ্র -অতি ক্ষুদ্র শিল্প , হস্তশিল্প এবং হ্যান্ডলুম সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ছটি চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংককে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পোয়েতোংত্রান শিনাওয়াত্রার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর গতকাল এই চুক্তি স্বাক্ষরিত হয় । উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভারত- থাইল্যান্ড দ্বিপাক্ষিক  অংশীদারিত্বে আরো গতি আনার বিষয়ে আলোচনা করেছে। আঞ্চলিক এবং বহু প্রার্থীর নানা বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে।

দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদি, ভারত- থাইল্যান্ড সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত ঘোষণা করেন। ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিকোণে থাইল্যান্ডের বিশেষ স্থান রয়েছে বলে শ্রী মোদী উল্লেখ করেন। দু’দেশের নিরাপত্তা এজেন্সিগুলির মধ্যে কৌশলগত বার্তা লাভকে স্থান দেওয়ার বিষয় তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে শ্রী মোদি জানিয়েছেন।

      প্রধানমন্ত্রী আরও জানান যে উত্তর-পূর্ব ভারত এবং থাইল্যান্ডের মধ্যে পর্যটন সংস্কৃতি এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার উপরে উভয়পক্ষ গুরুত্ব দিয়েছে। পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় বৃদ্ধির বিষয়ে উভয় নেতার মধ্যে আলোচনা হয়েছে।

ভারত আসিয়ান ঐক্য এবং আসিয়ান গোষ্ঠীর কেন্দ্রীয় বদ্ধতার পক্ষে ভারতের পূর্ণ সমর্থন থাকার বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।

      আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে গতকাল থাইল্যান্ড গেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।