ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল পাঁচ বছর পর পুনরায় শুরু হয়েছে। গতকাল রাত ১০টা ৭ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর একটি এয়ারবাস A320 বিমান গুয়াংজু বাইইউন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানটিতে ১৭৬ জন যাত্রী ছিলেন। ইন্ডিগো এখন থেকে কলকাতা ও গুয়াংজুর মধ্যে প্রতিদিন সরাসরি উড়ান চালাবে। আগামী ৯ই নভেম্বর থেকে দিল্লি-শাংহাই এবং ১০ই নভেম্বর থেকে দিল্লি-গুয়াংজু রুটেও অতিরিক্ত উড়ান চালু হবে। এই পদক্ষেপ দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে সহায়ক হয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে এই রুটে বিমান চলাচল দীর্ঘদিন বন্ধ ছিল
Site Admin | October 27, 2025 9:49 AM
ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল পাঁচ বছর পর পুনরায় শুরু হয়েছে।