মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 21, 2024 1:02 PM

printer

ভারত ও গায়নার মধ্যে হাইড্রো কার্বন, কৃষি, ডিজিটাল পেমেন্টস্ সহ নানা ক্ষেত্রে ১০টি সমঝোতা স্মারকপত্র মৌ-স্বাক্ষরিত হয়েছে

ভারত ও গায়নার মধ্যে হাইড্রো কার্বন, কৃষি, স্বাস্থ্য সুরক্ষা, ওষুধ এবং ডিজিটাল পেমেন্টস্ সহ নানা ক্ষেত্রে ১০টি সমঝোতা স্মারকপত্র মৌ-স্বাক্ষরিত হয়েছে। অপরিশোধিত তেল প্রাকৃতিক গ্যাস সরবরাহে সহযোগিতা, পরিকাঠামো উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মতো বিষয়গুলি হাইড্রো কার্বন ক্ষেত্রের চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কৃষি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্বাক্ষরিত মৌ বৈজ্ঞনিক তথ্য, গবেষণা এবং আধিকারিকদের মধ্যে মত বিনিময়ে সুযোগ তৈরি করবে। সাংস্কৃতিক চুক্তি আরও সমৃদ্ধ করবে নাটক, সঙ্গীত এবং কলা ও সাহিত্য ক্ষেত্রকে । প্রধানমন্ত্রী মোদীর গায়ানা সফর চলাকালীন এই চুক্তিগুলি স্বাক্ষরিত হল।

শ্রী মোদী মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানাবেন। একই সঙ্গে সেদেশের সংসদে আজ তিনি ভাষণ দিতে চলেছেন।