November 25, 2025 10:11 PM

printer

ভারত ও আফগানিস্তান,  অমৃতসর হয়ে কাবুল ও নতুন দিল্লীর মধ্যে সংযোগ স্থাপনের জন্য এয়ারফ্রেট করিডোর তৈরীর কথা ঘোষণা করেছে।

ভারত ও আফগানিস্তান,  অমৃতসর হয়ে কাবুল ও নতুন দিল্লীর মধ্যে সংযোগ স্থাপনের জন্য এয়ারফ্রেট করিডোর তৈরীর কথা ঘোষণা করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য এবং  যোগাযোগ বাড়িয়ে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্ত, দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করবে। সেদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আলহাজ নুরউদ্দীনের সপ্তাহব্যাপী ভারত সফরে এই সিদ্ধান্ত হয়। বিদেশমন্ত্রক জানিয়েছে, সফরকালে, আজিজি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং বাণিজ্য মন্ত্রী পীয়ুষ গোয়েল ছাড়াও একাধিক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।