ভারত এবং ফিজির মধ্যে আজ, স্বাস্থ্য, পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন সহ একাধিক বিষয়ে সমঝোতা স্মারক পত্র- মউ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ভারত সফররত ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রাবুকার সঙ্গে বৈঠকে করেন। বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা আরো মজবুত করার ক্ষেত্রে পরিকল্পনা গৃহীত হয়েছে। ফিজির সামুদ্রিক নিরাপত্তা ক্ষেত্রকে আরো শক্তিশালী করতে ভারত সহায়তা করবে। সাইবার নিরাপত্তা এবং তথ্য সুরক্ষার ক্ষেত্রে ভারত নিজস্ব প্রযুক্তি, ফিজির সঙ্গে ভাগ করে নেবে।
ফিজির রাজধানী ‘সুভা’য় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরীতে ভারত সহায়তা করবে। শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদ গোটা বিশ্বের কাছে একটি বড় চ্যালেঞ্জ।
ফিজির প্রধানমন্ত্রী রাবুকা, দু’দেশের সম্পর্ক, সহযোগিতা বৃদ্দগির মাধ্যমে যেভাবে আরো শক্তিশালী হয়েছে, সে ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।
এরা আগে ফিজির প্রধানমন্ত্রী, রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ফিজির প্রধানমন্ত্রী গতকালই তিনদিনের সফরে দিল্লি পৌঁছন। তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিদলে রয়েছেন স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রী রতু এটোনিও লালাবলাভু এবং বরিষ্ঠ আধিকারিকরা।
শ্রী মোদী সফরকারী বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আজ মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। ফিজির প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। ফিজির প্রধানমন্ত্রীর এই সফরের ফলে ভারত ও ফিজির মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলবে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন , কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, এমএসএমই, পরিবেশবান্ধব শক্তি এবং মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কাজের মতো ক্ষেত্রে ফিজির সঙ্গে ভারতের অংশীদারিত্বের একটি মূল স্তম্ভ হল উন্নয়ন সহযোগিতা।