মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 20, 2025 1:37 PM

printer

ভারত একটি বহুস্তরীয় ম্যালেরিয়া প্রতিষেধক তৈরির দিকে এগোচ্ছে।

ভারত একটি বহুস্তরীয় ম্যালেরিয়া প্রতিষেধক তৈরির দিকে এগোচ্ছে। এই প্রতিষেধকটির নাম দেওয়া হয়েছে অ্যাড-ফ্যালসি-ভ্যাক্স।এটি একদিকে যেমন মানবশরীরে ম্যালেরিয়ার সংক্রমণকে প্রতিরোধ করে,তেমনই বাহক মশাদের মধ্যেও জীবানু প্রতিরোধ করতে পারে।এই প্রতিষেধকটি প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম বা ম্যালিগনেন্ট ম্যালারিয়ার দুটি মারাত্মক প্রজাতির সংক্রমণ রুখতে সক্ষম।ভারতীয় চিকিৎসা গবেষণা সংস্থা ICMR Department of Biotechnology-National Institute of Immunology (DBT-NII)– র সঙ্গে যৌথভাবে টিকাটি বানাচ্ছে। প্রাথমিক পরীক্ষায় অর্থাৎ প্রিক্লিনিকাল টেস্টে এটি খুব ভালো ফল করেছে।ভবিষ্যতে ম্যালেরিয়া নির্মূলীকরণে এই প্রতিষেধক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।