ভারত, ইংল্যান্ডের বিরূদ্ধে মহিলাদের টি টোয়েন্টি সিরিজ ৩-২ জিতে নিয়েছে। বার্মিংহামে গত রাতে পঞ্চম ও শেষ ম্যাচে ইংল্যান্ড পাঁচ উইকেটে ভারতকে হারিয়ে দেয়। ভারত আগেই ৩-১ এগিয়ে থেকে সিরিজ জিতে নেওয়ায় এই ম্যাচটি ছিল নিয়ম রক্ষার।প্রথমে ব্যাট করে ভারত সাত উইকেটে ১৬৭ রান করেছিল। শেফালী ভার্মা ৭৫, রিচা ঘোষ ২৪ রান করেন। জবাবে ইংল্যান্ড শেষ বলে পাঁচ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। ভারতের শ্রী চরণী সিরিজের সেরা হয়েছেন।
Site Admin | July 13, 2025 8:44 PM
ভারত, ইংল্যান্ডের বিরূদ্ধে মহিলাদের টি টোয়েন্টি সিরিজ ৩-২ জিতে নিয়েছে।
