November 27, 2025 11:48 AM

printer

ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা (IITF) আজ শেষ হচ্ছে।

ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা (IITF) আজ শেষ হচ্ছে। চলতি মাসের ১৪ তারিখে নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হওয়া ১৪ দিন ব্যাপী এই মেলায় ভারতের বিভিন্ন রাজ্যের সমৃদ্ধ বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। অংশ নিয়েছিল বিহারমহারাষ্ট্ররাজস্থান, উত্তরপ্রদেশএবং ঝাড়খণ্ড। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক আয়োজিত IITF-তে গ্রামীণ মহিলারা তাদের হস্তশিল্প সকলের সামনে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে