ভারত আজ স্কোয়াশ বিশ্বকাপের ফাইনালে বিশ্ব তালিকার শীর্ষে থাকা হঙকঙকে পরাস্ত করে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে। চেন্নাইয়ে আজ সন্ধ্যায় তারা হঙকঙকে ৩-০ ফলে হারিয়ে দেয়। প্রথম ম্যাচে জশুয়া চেনাপ্পা, লি-কা-ই কে ৩-১ ফলে পরাজিত করে। এর পর ভারতসেরা অভয় সিং, অ্যালেক্স লাউকে ৩-০-য় হারান। অন্তিম ম্যাচে ১৭ বছরের অনাহত সিং, টোমাটো হো কে সেই একই অর্থাৎ ৩-০ ফলে পরাস্ত করেন।
Site Admin | December 14, 2025 9:56 PM
ভারত আজ স্কোয়াশ বিশ্বকাপের ফাইনালে বিশ্ব তালিকার শীর্ষে থাকা হঙকঙকে পরাস্ত করে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে।