December 14, 2025 9:56 PM

printer

ভারত আজ স্কোয়াশ বিশ্বকাপের ফাইনালে বিশ্ব তালিকার শীর্ষে থাকা হঙকঙকে পরাস্ত করে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে।

ভারত আজ স্কোয়াশ বিশ্বকাপের ফাইনালে বিশ্ব তালিকার শীর্ষে থাকা হঙকঙকে পরাস্ত করে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে। চেন্নাইয়ে আজ সন্ধ্যায় তারা হঙকঙকে ৩-০ ফলে হারিয়ে দেয়। প্রথম ম্যাচে জশুয়া চেনাপ্পা, লি-কা-ই কে ৩-১ ফলে পরাজিত করে। এর পর ভারতসেরা অভয় সিং,  অ্যালেক্স লাউকে ৩-০-য় হারান। অন্তিম ম্যাচে ১৭ বছরের অনাহত সিং, টোমাটো হো কে সেই একই অর্থাৎ ৩-০ ফলে পরাস্ত করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।