মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 12, 2025 8:45 AM

printer

ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। বিশাখাপত্তনমের এসিএ – ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর তিনটেয়। ভারত ৩ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। ভারত প্রথম ম্যাচে শ্রীলঙ্কা, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারানোর পর, তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। অন্যদিকে, টুর্নামেন্টে অপরাজিত অস্ট্রেলিয়া ৩ ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় শীর্ষস্থানে রয়েছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড, শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে তারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

এদিকে, মহিলাদের বিশ্বকাপে গতকাল ইংল্যান্ড ৮৯ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে।  কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কা দল প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৩ রান তোলে ইংল্যান্ড।  অধিনায়ক ন্যাট সিভার ব্রান্ট ১১৭ রান করেন।  ২৫৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কার মহিলা দল ৪৫ ওভার ৪ বলে ১৬৪ রানে অলআউট হয়ে যায়। 

ইংল্যান্ডের অধিনায়ক ব্রান্ট ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।