ভারত আজ থেকে পুনরায় আমেরিকায় আন্তর্জাতিক ডাক পরিষেবা শুরু করছে।এক বিজ্ঞপ্তিতে যোগাযোগ মন্ত্রক জানিয়েছে আমেরিকার শুল্ক বিভাগ ও বর্ডার প্রটেকশনের সঙ্গে সমন্বয় সাধন করে যথাযথ শুল্ক দিয়ে পার্শেল চিঠি পৌঁছে দেওয়ার ব্যাপক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
মন্ত্রক জানিয়েছে নতুন ব্যবস্থার ফলে শুল্ক সংক্রান্ত প্রক্রিয়া আরো দ্রুত হবে পাশাপাশি নির্দিষ্ট ঠিকানায় নির্বিঘ্নে অতিরিক্ত মাশুল ছাড়া চিঠিপত্র অন্য সামগ্রী পৌঁছে যাবে ।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক আদেশে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণার পর সে দেশে ডাক পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।