ভারত – অস্ট্রেলিয়া যৌথ সামরিক মহড়া অস্ট্রাহিন্দ-২০২৫ আগামীকাল অস্ট্রেলিয়ার পার্থে শুরু হবে। চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত চতুর্থ পর্যায়ের এই সামরিক মহড়া চলবে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, একশো কুড়ি সদস্যের ভারতীয় সেনাদল গতকালই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেয়। ভারতীয় সেনা দলের নেতৃত্ব দিচ্ছেন গোর্খা রাইফেলস-এর একটি ব্যাটেলিয়ান। সামরিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, যুদ্ধ কৌশল বিনিময়, সেনাবিহিনীর দক্ষতা বাড়ানোই এই মহড়ার লক্ষ্য।
Site Admin | October 12, 2025 6:30 PM
ভারত – অস্ট্রেলিয়া যৌথ সামরিক মহড়া অস্ট্রাহিন্দ-২০২৫ আগামীকাল অস্ট্রেলিয়ার পার্থে শুরু হবে।