ভারত, অস্ট্রেলিয়া এবং কানাডা গতকাল একটি নতুন ত্রিপাক্ষিক প্রযুক্তি এবং উদ্ভাবন পরিকাঠামো – অস্ট্রেলিয়া-কানাডা-ভারত প্রযুক্তি এবং উদ্ভাবন – A C I T I ঘোষণা করেছে। জোহানেসবার্গে G-20 শীর্ষ সম্মেলনের ফাঁকে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির অধীনে, তিনটি দেশ বর্তমান দ্বিপাক্ষিক উদ্যোগের পরিপূরক হিসেবে গুরুত্বপূর্ণ এবং নতুন প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে। এই অংশীদারিত্ব প্রতিটি দেশের প্রাকৃতিক শক্তিকে কাজে লাগাবে, বিশেষ করে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে পরিবেশবান্ধব শক্তি উদ্ভাবন এবং স্থিতিশীল সরবরাহ শৃঙ্খলের উপর জোর দেবে।
বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকে নিরাপদ, সুস্থায়ী এবং স্থিতিশীল প্রযুক্তিগত পরিমণ্ডলে উন্নীত করা এই চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য। এতে, তিন অংশীদার রাষ্ট্র তাদের নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করার ওপর জোর দেবে।
তিন দেশের শীর্ষ আধিকারিকরা ২০২৬ সালের প্রথমেই এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য একত্রিত হবেন।