ভারত -অষ্ট্রেলিয়ার বিরূদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ২-১ জিতে নিয়েছে। ব্রিসবেনে আজ পঞ্চম তথা শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টসে জিতে অষ্ট্রেলিয়া , ভারতকে ব্যাট করতে পাঠায়। চার ওভার পাঁচ বলে ভারত বিনা উইকেটে ৫২ রান তোলার পর বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করতে হয়। সে সময় শুভমন গিল ২৯ এবং অভিষেক শর্মা ২৩ রানে অপরাজিত ছিলেন।
উল্লেখ্য, ক্যানবেরায় প্রথম ম্যাচটি বৃষ্টিতে বাতিল হয়েছিল। মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জয়ী হয়েছিল। হোবার্ট ও গোল্ডকোস্টে পরপর দুটি ম্যাচে অস্ট্রেলিয়া কে হারিয়ে ভারত ২-১ সিরিজে এগিয়ে ছিল।