মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 16, 2025 3:46 PM

printer

ভারতে প্রথম ট্রেন যাত্রার ১৭২ তম বর্ষপূর্তি উপলক্ষে আজ এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

ভারতে প্রথম ট্রেন যাত্রার ১৭২ তম বর্ষপূর্তি উপলক্ষে আজ এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ১৮৫৩ সালের ১৬ এপ্রিল মহারাষ্ট্রের বোরি বান্দের থেকে থানে পর্যন্ত প্রথম ট্রেনটি চলেছিল। এই বিশেষ দিনটিকে দেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন বলে জানিয়েছেন রেলমন্ত্রী। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি লিখেছেন, ওই দিনেই ভারতীয় রেলের জন্ম হয়। ওই বিশেষ দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। ১৪টি কোচে ৪০০ জন আমন্ত্রিত যাত্রীকে নিয়ে ট্রেনটি ১ ঘণ্টা ১৫ মিনিটে প্রায় ৩৪ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল বলেও রেলমন্ত্রী জানিয়েছেন।