June 23, 2025 8:59 PM

printer

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ কলকাতায় এসে আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ কলকাতায় এসে আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। দুই তরফে শুভেচ্ছা বিনিময়ের পরে বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠক নিয়ে সরকারি ভাবে কিছু না জানান হলেও এটা তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাত বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে ভারতে নিযুক্ত বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন।   

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।