ভারতে চিনের রাষ্ট্রদূত জু ফেইহং বলেছেন, চিনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংগঠন SCOর শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের ফলে দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। এছাড়াও, SCO র কর্মসূচির ক্ষেত্রে শ্রী মোদীর এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হবে। নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানের ফাঁকে চীনা রাষ্ট্রদূত জু বলেন, দুদেশের যৌথ কর্মী গোষ্ঠী এই সফরকে সফল করে তুলতে কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি চীনা বিদেশমন্ত্রীর ওয়াং ই-র সাম্প্রতিক ভারত সফরের কথা উল্লেখ করে বলেন প্রধানমন্ত্রী মোদী দুদেশের মধ্যে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, চীন দুদেশের নাগরিকদের মৈত্রী বিনিময় সফর শুরু হওয়ার জে সিদ্ধান্ত নিয়েছে তা এক সদর্থক পদক্ষেপ। চীনা রাষ্ট্রদূত বলেন, ভারত ও চিন প্রতিদ্বন্দ্বী নয়। বরং, অংশীদার হিসেবে কাজ করতে পারে। দুদেশের মধ্যেকার মতপার্থক্য আলোচনার মাধ্যমে দূর করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।