ভারতে অনূর্ধ্ব ৫ বছর বয়স্ক শিশু-মৃত্যু হ্রাসের হার বেড়ে ৭৮ শতাংশ হয়েছে। বিশ্বে এই হার ৬১ শতাংশ ব’লে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে, রাষ্ট্রসংঘের শিশু-মৃত্যু সংক্রান্ত ২০২৪ সালের রিপোর্টে ভারতে এই হার ছিল ৭০ শতাংশ। ওই বছর, বিশ্বে শিশু মৃত্যু হ্রাসের গড় হার ছিল ৫৪ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সারা দেশে শিশুদের মধ্যে ভ্যাক্সিন প্রদানের ওপর ভারত যে বিশেষ পদক্ষেপ নিয়েছে, তার ফলেই দেশে অনূর্ধ্ব ৫ বছর বয়স্ক শিশু-মৃত্যুর হার কমেছে। সারা দেশে ২ কোটি ৯০ লক্ষেরও বেশি গর্ভবতী মহিলা এবং ২ কোটি ৬০ লক্ষেরও বেশি শিশুকে বিনা মূল্যে ভ্যাক্সিন দেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে ভ্যাক্সিন না পাওয়া শিশুর সংখ্যা ২০২৩-এর ০ দশমিক ১/১ শতাংশ থেকে ২০২৪-এ কমে ০ দশমিক ০/৬ শতাংশে নেমেছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।