মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 15, 2025 4:11 PM

printer

ভারতের ৭৯-তম স্বাধীনতা দিবস আজ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে।

ভারতের ৭৯-তম স্বাধীনতা দিবস আজ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির লালকেল্লায় ত্রিবর্ণ রঞ্জিতজাতীয় পতাকা উত্তোলন করেন। এর আগে তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে পুষ্পার্ঘ্যঅর্পন করেন। করা হয় ২১ বার তোপধ্বনি । লালকেল্লার প্রাকার থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণেপ্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মহাপর্ব আসলে সংকল্পের এক মহা উৎসব। দেশের সংবিধান প্রণেতারা ভারতকে শক্তিশালী গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পাহাড় থেকে মরুভূমি সর্বত্র আজ মাতৃভূমির জয়গান শোনা যাচ্ছে। বিশ্বজুড়ে ঐক্যের ধারণাকে ভারতমজবুত করেছে বলে শ্রী মোদী উল্লেখ করেন। এর জন্য সংবিধান প্রণেতাদের ধন্যবাদ জানানতিনি।

ভারতীয় সংবিধান রক্ষায় আত্মবলিদান দেওয়া ডক্টর শ্যামাপ্রসাদমুখার্জীর কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার নানা উল্লেখযোগ্য পদক্ষেপেরমধ্যে ডক্টর মুখার্জীর প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছেন।

প্রযুক্তি ক্ষেত্রে দেশ আজ অনেক এগিয়েছে বলে জানানপ্রধানমন্ত্রী। শ্রী মোদী বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের কথা উল্লেখকরে বলেন, সরকার তাদের পাশে দাঁড়ানোর সবরকম প্রয়াস চালাচ্ছে। তিনি অপারেশন সিঁন্দুরের বীর সৈনিকদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেছেন। দেশের শত্রুদের উচিতশিক্ষা দেওয়ার ক্ষেত্রে এই যোদ্ধারা যেভাবে এগিয়ে এসেছেন, তার জন্য দেশ তাদেরপ্রতি কৃতজ্ঞ।