মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 23, 2025 12:06 PM

printer

ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) আজ চতুর্থ দিনে প্রবেশ করেছে।

ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) আজ চতুর্থ দিনে প্রবেশ করেছে। উৎসবে সিনেমা, প্রতিভা ও আন্তর্জাতিক ক্ষেত্রের বিশিষ্টদের অংশগ্রহণের এক উজ্জ্বল মিশ্রণ চোখে পড়ছে। 

এবারের উৎসবে বিশেষ পুরস্কার হিসেবে রয়েছে আইসিএফটি ইউনেস্কো গান্ধী মেডেল। আন্তর্জাতিক চলচ্চিত্র, টেলিভিশন ও অডিওভিজ্যুয়াল কাউন্সিল এবং ইউনেস্কোর সহযোগিতায় এই পুরস্কার দেওয়া হয়। মহাত্মা গান্ধীর সহনশীলতা, অন্তর্ভুক্তি ও সামাজিক সম্প্রীতির আদর্শ প্রচার করে এমন চলচ্চিত্রকে এই সম্মান জানানো হয়।  এ বছর অনুপম খেরের তনভি দ্য গ্রেট এই সম্মানজনক পুরস্কারের জন্য প্রতিযোগিতায় রয়েছে।

চতুর্থ দিনে অনুপম খের একটি মাস্টারক্লাস নেবেন—যা শিরোনাম গিভিং আপ ইজ নট আ চয়েস। দিনটি দর্শকদের আরও আশাবাদী ও মানবিক করে তুলবে সিনেমার শিল্প ও জাদুর মাধ্যমে।