মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 19, 2025 10:08 PM

printer

ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) আগামীকাল গোয়ার পানাজিতে শুরু হচ্ছে

ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) আগামীকাল গোয়ার পানাজিতে শুরু হচ্ছে। এই উৎসবে ৮১টি দেশের ২৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।  ব্রাজিলের চলচ্চিত্র *দ্য ব্লু ট্রেইল* মারগাওয়ের রবীন্দ্র ভবনে উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে। এ বছর জাপানকে ফোকাস কান্ট্রি, স্পেনকে পার্টনার নেশন এবং অস্ট্রেলিয়াকে স্পটলাইট কান্ট্রি হিসেবে রাখা হয়েছে।