ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) আগামীকাল গোয়ার পানাজিতে শুরু হচ্ছে। এই উৎসবে ৮১টি দেশের ২৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। ব্রাজিলের চলচ্চিত্র *দ্য ব্লু ট্রেইল* মারগাওয়ের রবীন্দ্র ভবনে উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে। এ বছর জাপানকে ফোকাস কান্ট্রি, স্পেনকে পার্টনার নেশন এবং অস্ট্রেলিয়াকে স্পটলাইট কান্ট্রি হিসেবে রাখা হয়েছে।
Site Admin | November 19, 2025 10:08 PM
ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) আগামীকাল গোয়ার পানাজিতে শুরু হচ্ছে