ভারতের সেমিকন্ডাক্টর ইকো সিস্টেমের বৃদ্ধি ও বিকাশ নিয়ে আলচোনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীতে সেমিকন ইন্ডিয়া ২০২৫-এর সিইও-দের গোল টেবিল বৈঠকে অংশ নেবেন। সিইও-দের এই গোল টেবিল বৈঠক শিল্প নেতৃত্বকে এক জায়গায় নিয়ে আসবে। গোল টেবিল বৈঠকে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সিইও-দের সঙ্গে মত বিনিময় করবেন।
উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লীর যশোভূমিতে গতকাল তিনদিনের সেমিকন ইন্ডিয়া ২০২৫ সম্মেলনের উদ্বোধন করেন। এই সম্মেলনের লক্ষ্য হল বিশ্বে সেমিকনডাক্টর সরবরাহ শৃঙ্খলে ভারতকে এক বিশ্বস্ত অংশীদার হিসাবে স্থাপন করা।
উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বরে সেমি কনডাক্টর বাজারে ভারত এক সম্ভাবনাময় দেশ। আগামী দিনে বিশ্বব্যাপী সেমিকনডাক্টর অর্থনৈতিক বাজার মূল্য ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী এই বিষয়ে পদ্ধতিগত সরলীকরণ, কাগজ ব্যবহার সীমীত করা এবং বিনিয়োগকারীদের জন্য পরিবেশ বান্ধব পরিকাঠামো তুলে দেবে। প্রধানমন্ত্রী তরুণ উদ্যোগপতিদের এগিয়ে আসার আহ্বান জানান। সেমিকনডাক্টর পরিকল্পনায় প্রতিভা ও উদ্ভাবনী ইকোসিস্টেমকে চালিয়ে নিয়ে যেতে স্টার্টআপের গুরুত্বের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোটা বিশ্ব ভারতকে ভরসা করে ও বিশ্বাস করে, এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে সেমিকন্ডাক্টর ক্ষেত্র তৈরি করতে প্রস্তুত। তিনি বলেন, সেই দিন খুব বেশি দূরে নয় যখন ভারতে নির্মিত সবচেয়ে ছোট চিপ বিশ্বের সবচেয়ে বড় পরিবর্তন আনবে।
ভারতকে সেমিকনডাক্টর হাব হিসাবে তুলে ধরতে এবং এর পাশাপাশি উত্পাদন ও প্রযুক্তিগত উন্নতিতে এগিয়ে নিয়ে যেতে সেমিকন ইন্ডিয়া ২০২৫ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সারা বিশ্ব থেকে আসাশিল্প নেতৃত্ব বিশেষজ্ঞদের এই উপস্থিতি ভারতের সেমিকনডাক্টর ক্ষেত্রে বৃদ্ধি, বিনিয়োগ ও উদ্ভাবনে সহায়ক হবে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।