ভারতের সিমরনপ্রীত কৌর ব্রার আইএসএসএফ বিশ্ব কাপ শুটিঙে মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে রূপো জিতেছেন। পেরুর লিমায় আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত এই বিশ্ব কাপে এটি তাঁর প্রথম সিনিয়র আন্তর্জাতিক পদক।
র্যাপিড ফায়ার শটস ফাইনালে সিমরনপ্রীত, দ্বিতীয় স্থানে শেষ করেন। প্রথম স্থান অধিকার করেছেন চিনের সান ইউ জি। এই নিয়ে তিনি ২ টি বিশ্বকাপে পরপর সোনা জিতলেন। ব্রোঞ্জ পদক পেয়েছেন চিনের ই ইয়াও কিয়ান সান।
প্যারিস অলিম্পিকে পদক জয়ী মনু ভাকের চতুর্থ স্থান লাভ করেছেন।
উল্লেখ্য, লিমা বিশ্বকাপে ভারতের এটি চতুর্থ রৌপ্য পদক। এর আগে তারা দুটি সোনা এবং একটি ব্রোঞ্জ পদক জয় করে।
Site Admin | April 22, 2025 11:48 AM
ভারতের সিমরনপ্রীত কৌর ব্রার আইএসএসএফ বিশ্ব কাপ শুটিঙে মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে রূপো জিতেছেন।
