ভারতের সামরিক সরঞ্জাম রপ্তানির পরিমাণ গত বছর ২৩ হাজার কোটি টাকায় পৌঁছেছিল বলে দাবি করেছেন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সচিব ডঃ সমীর কামাত। তিনি আরও বলেছেন, আগামী দু-তিন বছরে রপ্তানির পরিমাণ দ্বিগুণ হবে।আজ পুনেতে Governing Council of the Defence Institute of Advanced Technology DIAT –এর ১৪-তম সমাবর্তন অনুষ্ঠানের পর এক সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, আফ্রিকা, মধ্য প্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ভারতীয় সমর সরঞ্জামের প্রচণ্ড চাহিদা রয়েছে।
Site Admin | August 9, 2025 5:52 PM
ভারতের সামরিক সরঞ্জাম রপ্তানির পরিমাণ গত বছর ২৩ হাজার কোটি টাকায় পৌঁছেছিল বলে দাবি করেছেন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সচিব ডঃ সমীর কামাত।
