ভারতের লক্ষ্য সেন, পি ভি সিন্ধু, উন্নতি হুডা, চিরাগ শেট্টি আজ জাপান ব্যাডমিন্টন ওপেনে নামবেন। টোকিও মেট্রোপলিটন স্টেডিয়ামে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে লক্ষ্য সেন চীনের ওয়াঙ জে এর বিরুদ্ধে খেলবেন। মহিলাদের সিঙ্গলসে পি ভি সিন্ধু দক্ষিণ কোরিয়ার সিম যু জিনের বিরুদ্ধে নামবেন। অন্য ম্যাচে উন্নতি হুডা থাইল্যান্ডের পর্ণপাওয়ি চোচুওঙ এর বিরুদ্ধে খেলবেন। ভারতের পুরুষ ডাবলস জুটি চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি দক্ষিণ কোরিয়ার কাং মিন হিউক ও ডি কির বিরুদ্ধে নামবেন।
Site Admin | July 15, 2025 9:39 AM
ভারতের লক্ষ্য সেন, পি ভি সিন্ধু, উন্নতি হুডা, চিরাগ শেট্টি আজ জাপান ব্যাডমিন্টন ওপেনে নামবেন।
