ভারতের লক্ষ্য সেন অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জাপানের য়ুশি তানাকার মুখোমুখি হবেন। গতকাল সেমিফাইনালে লক্ষ্য বিশ্বের ছয় নম্বর খেলোয়াড় টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই চীনা তাইপেইয়ের চৌ তিয়েন চেনকে তিন গেমের লড়াইয়ের শেষে ১৭-২১, ২৪-২২, ২১- ১৬ তে হারিয়ে দেন। অপর সেমিফাইনালে তানাকা , চীনা তাইপেইয়ের লিন চুন য়িকে ২১- ১৮, ২১- ১৫ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন। চলতি বছরে এর আগে লক্ষ্য সেন হংকং ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে উঠেছিলেন। কিন্তু এই বছরে এখনো পর্যন্ত কোনো খেতাব জয় করতে পারেননি তিনি। বছরের প্রথম খেতাব জয়ের হাতছানি লক্ষ্যের কাছে।
Site Admin | November 23, 2025 12:09 PM
ভারতের লক্ষ্য সেন অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জাপানের য়ুশি তানাকার মুখোমুখি হবেন।