ভারতের রোহিত শর্মা প্রবীণতম ক্রিকেটার হিসেবে আইসিসির একদিনের ক্রিকেটের ব্যাটারদের ক্রম তালিকায় শীর্ষস্থান দখল করেছেন। ৩৮ বছর ৬ মাস ২ দিন বয়সে রোহিত , ক্রম তালিকায় দুই ধাপ উঠে বর্তমান ভারত অধিনায়ক শুভমন গিলকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন। শচিন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি , শুভমন গিল এর পর রোহিত পঞ্চম ভারতীয় ব্যাটার যিনি এই মাইলফলক স্পর্শ করলেন।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে তার নজরকাড়া পারফরম্যান্সের দৌলতে এই কৃতিত্ব অর্জন করেছেন রোহিত। পার্থে প্রথম একদিনের ম্যাচে ৮ রান করেন তিনি। এরপর অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচে ৭৩ ও সিডনিতে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে অপরাজিত ১২১ রান করেন । রোহিতের উত্থান হলেও একদিনের সিরিজে খারাপ পারফরম্যান্সের দরুন ক্রমতালিকায় তৃতীয় স্থানে নেমে গেছেন শুভমন। বিরাট কোহলি পঞ্চম স্থান ধরে রেখেছেন।
 
									 
		 
									 
									 
									