ভারতের রিজার্ভ ব্যাংক রেপোরেট ৫.৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতি সংক্রান্ত কমিটি পেন্ডিং ডিপোজিট ফেসিলিটি বা এস ডি এফ ও ৫.২৫ শতাংশ রেখেছে। এছাড়া এম এস এফ ও ব্যাংকের সুদের হার পাঁচ দশমিক সাত পাঁচ শতাংশ রাখা হবে বলে জানিয়েছে। ফেব্রুয়ারি মাসের পর থেকে এক্ষেত্রে 100 বেসিস পয়েন্ট সুদের হার কমানো হয়েছে। ২০২৫- ২৬ অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থাকবে বলে আর বি আই অভিমত প্রকাশ করেছে। ভারতীয় পণ্যের উপর মার্কিন শিল্পআরোপ সত্ত্বেও এই হার ধরে রাখা সম্ভব হবে বলে কেন্দ্রীয় ব্যানক জানিয়েছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন এইসময় মুদ্রাস্ফীতির হার ৩.১ শতাংশে ধরে রাখা সম্ভব হবে। জুন মাসে এইহার ৩.৭ শতাংশ হবে বলে মনে করা হয়েছিল। যদিও ভোগ্য পণ্য মূল্যসূচক আগামী অর্থবর্ষে ৪.৯শতাংশে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
Site Admin | August 6, 2025 4:48 PM
ভারতের রিজার্ভ ব্যাংক রেপোরেট ৫.৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে।
